হরতাল ও অবরোধে বিপাকে শিক্ষার্থীরা

হরতাল অবরোধে এসএসসি ও সমমানের পরীক্ষা চলার সিদ্ধান্তে আতঙ্কে আছে পরীক্ষার্থীরা।

পরীক্ষার আর মাত্র চারদিন বাকি থাকলেও হরতাল বা অবরোধ বন্ধে কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারছে না প্রশাসন। এ নিয়ে ভয়ে আছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

এ নিয়ে কথা বললে এসএসসি পরীক্ষার্থী নাসিফ জানায়, তাদের কোনো নিরাপত্তা নেই।

"তবে পরীক্ষা পেছানোর পক্ষেও আমি নই। পরীক্ষা পেছালে প্রস্তুতি নষ্ট হয়ে যাবে।"

এছাড়া বিদ্যালয়গুলোতে কমে গেছে উপস্থিতি। রাজশাহী নগরীর বেশ কয়েকটি বিদ্যালয়ে গিয়ে জানা গেছে দেশের এমন পরিস্থিতির কারণে উপস্থিতির হার অর্ধেকের নিচে নেমে এসেছে।

এ বিষয়ে একজন অভিভাবক বলেন, রাস্তাঘাটে যেকোন কিছু ঘটতে পারে। নিজেরাই বাইরে যেতে ভয় পাই। বাচ্চাদের স্কুলে পাঠাতেও ভয় হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com