বাণী অর্চনা

"জয় জয় দেবী চরাচরসারে কুচযোগি শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমহস্তুতে"

সারাদেশের মত কুড়িগ্রাম ও ঝালকাঠিতে করা হয়েছে সনাতন ধর্মালম্বীদের বিদ্যা ও সুর সংগীতের দেবী সরস্বতীর অর্চনা।

ফুল, বেলপাতা, দূর্বা, চন্দনসহ পঞ্চ উপাদানে দেবীর পূজো করা হয়।

প্রতি বছর শুক্লা পঞ্চমী তিথিতে এ পূজা হয়। এবার শুক্লা পঞ্চমী তিথি ছিল শনিবার সকাল ১১টা থেকে রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত। বিদ্যা আর সুরের বর পেতে ছাত্র-ছাত্রীরা দেবী সরস্বতীর কাছে প্রার্থনা করে। ঝালকাঠিতে প্রায় দুই' শতাধিক মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া মন্দিরগুলোতে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com