গৌরবের বিজয়

বাঙালির বিজয়ের ৪৩তম বার্ষিকীতে বীর সন্তানদের স্মরণ করছে জাতি, যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন ভূখণ্ড। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটেছিল বাংলাদেশ নামের নতুন এক রাষ্ট্রের।

মঙ্গলবার নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস পালিত হয়। সরকারি বেসরকারি নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয় বিজয় দিবস।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালে মুক্তি সংগ্রাম শুরু হয়। বাংলার দামাল ছেলেরা মাতৃভূমিকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে জীবন বাজি রেখে। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর পাক হানাদার বাহিনী পরাজয় মেনে নিতে বাধ্য হয়।

১৬ ডিসেম্বর ঢাকার তৎকালীন রেসকোর্স (এখন সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে মুক্তিবাহিনী ও ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের যৌথ নেতৃত্বের কাছে আত্মসমর্পণ পাকসেনারা। যুদ্ধে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া লেফটেন্যান্ট জেনারেল আমীর আব্দুলাহ খান নিয়াজী ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনী নিয়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনীর প্রধানের কাছে আত্মসমর্পণ করে।

মার্কিন যুক্তরাষ্ট্র, গণচীন পাকিস্তানের পক্ষ নেয়। সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য, ফ্রান্স, কিউবা, যুগোশ্লাভিয়া, পোল্যান্ড চেকোস্লাভাকিয়া, পূর্ব জার্মানি বাংলাদেশকে সমর্থন করে। ফলে বাঙালিদের মুক্তি সংগ্রাম আন্তর্জাতিক মহলে সচেতন
সাংস্কৃতিক জনগোষ্ঠী, কবি, সাহিত্যিক, লেখক বুদ্ধিজীব ও মার্কিন যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্যবৃন্দ সমর্থন করে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com