পতাকায় বিজয়

পঞ্চগড় জেলার পথেঘাটে যেদিকেই চোখ যায় বিজয়দিবস উদযাপনের জন্যে ফেরিওয়ালার কাঁধে লালসবুজ পতাকার সমাহার।

দিনটি উদযাপনের উপলক্ষে জেলায় ব্যাপক প্রস্তুতির আমেজ দেখা যাচ্ছে। কেউ লালসবুজ পতাকা কিনছে, কেউ রাত বারোটা এক মিনিটে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে ফুলের দোকানে ব্যস্ত ফুলকিনতে। আবার কেউ বিজয় দিবসের ব্যনার বানাতে। 

রাত পোহালেই মঙ্গলবার, সেই মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর। পহেলা ডিসেম্বর থেকেই এই দিবস উদযাপনের প্রস্তুতি চলছে।ত্রিশলক্ষ শহীদ ও দু'লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আমাদের এই দেশ ও লালসবুজ পতাকা।

নয় মাস প্রাণপণ যুদ্ধকরে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় অর্জন করেছিল বাঙালিরা। সেই কথা মনে করে প্রতিবছর সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদযাপন হয়। তেমনি প্রতি বছর পঞ্চগড়েও বিভিন্ন আয়োজনে দিবসটি উদযাপিত হয়।

দেখা গেছে জেলায়, পতাকা বিক্রেতারা লম্বা বাঁশের গায়ে পতাকা সাজিয়ে অলিগলিতে ঘুরছেন, বিক্রি করছেন নানা দামের নানান সাইজের পতাকা।

এলাকার মানুষ পতাকা কেনার পাশাপাশি মুগ্ধ হয়ে পতাকার ওড়াওড়ি দেখছে। ফুল বিক্রেতারা ফুলে ফুলে সাজিয়ে তুলেছে ফুলের দোকান এবং ক্রেতারা তা কিনছে।  

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com