শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শ্রদ্ধা, ভালোবাসা আর নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল শহীদ বুদ্ধিজীবী দিবস।

১৪ ডিসেম্বর রোববার এ উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়া শোকযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

ঠাকুরগাঁওয়েও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে রোববার এই আয়োজন করা হয়।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিজয়ের মাত্র দুদিন আগে ১৪ ডিসেম্বর পরাজয় আসন্ন বুঝতে পেরে পাকিস্তানি হানাদার ও তাদের দোসর রাজাকার, আলবদর, আলসামস্‌ বাহিনী মিলে এ দেশকে পঙ্গু করার উদ্দেশ্যে হত্যা করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এই শহীদদের স্মরণে প্রতি বছর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।

মুক্তিযুদ্ধের শত্রুরা পরিকল্পনা অনুযায়ী তালিকা করে বুদ্ধিজীবীদের ধরে নিয়ে যায়। এরপরে চোখ বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। স্বজনরা তাদের কারও কারও লাশ খুঁজে পায়নি। হানাদাররা তাদের লাশ ফেলে রাখে নিস্তব্ধ ভূতুড়ে অন্ধকার বধ্যভূমিতে।

এই হত্যাযজ্ঞে মৃতের সঠিক সংখ্যা পাওয়া যায়নি। তবে ঢাকার বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক, ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিসেবী ও পদস্থ সরকারি বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশার কৃতি মানুষদের হত্যা করা হয়।

পরে মিরপুর আর রায়ের বাজার ইটভাটার পেছনে হাতবাঁধা অবস্থায় তাদের পচাগলা ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com