শীতে কাঁপছে ধরলা পাড়

শীতকাল আসতে এখনও কিছুদিন বাকি থাকলেও উত্তরের জেলা কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত।  

প্রচণ্ড ঠাণ্ডায় মানবেতর জীবন যাপন করছে নদী পাড়ের মানুষগুলো। কুড়িগ্রাম জেলার ধরলা সেতু এলাকা ঘুরে দেখা যায়, এই এলাকার বেশিরভাগ মানুষ দরিদ্র। অনেকের গায়ে নেই শীতের কাপড়। অনেকে ফুটপাত থেকে শীতের কাপড় কিনলেও তা প্রয়োজনের তুলনায় কম।

শিশুদের অবস্থা একটু বেশি খারাপ। খালি পায়ে পাতলা কাপড় পরেই তারা খেলাধুলা করছে। শীতের কাপড় পরে নাই কেন জানতে চাইলে ৭ বছরের শিশু আলামিন বলে,"আব্বায় ইসকা চালায়, মোক কালকে একটা গেঞ্জি আনি দিছে, এটাই মুই পড়ছোং।"

তাই শীত কাটাতে বিকেল নামতে না নামতেই একসাথে বসে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানো এখন ধরলা পাড়ের প্রতিদিনের চিত্র।

এছাড়াও শীতের জন্য বাড়ছে রোগের প্রকোপ। স্হানীয়রা জানান, গত পাঁচ দিনে এই এলাকার তিন শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com