বেগম রোকেয়া দিবস পালিত

সারা দেশের মতোই ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জেও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। 

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে শোভাযাত্রা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা অডিটরিয়ামে।

নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুর উপজলোর পায়রাবন্দের এক গ্রামে জন্ম নেন। ১৯৩২ সালের একই দিনে তিনি মৃত্যুবরণ করেন।

রোকেয়া তাঁর মতিচূর, সুলতানার স্বপ্ন, পদ্মরাগ, অবরোধবাসিনী প্রভৃতি বইয়ে ধর্মীয় গোঁড়ামি, সমাজের কুসংস্কার ও নারীর বন্দিদশার স্বরূপ তুলে ধরেছেন। এ ছাড়াও বাল্যবিবাহ, যৌতুক, পণ প্রথা, ধর্মের অপব্যাখ্যাসহ নারীর প্রতি অন্যায় আচরণের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছেন তাঁর সব লেখায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলীসহ মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম প্রমুখ।  

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com