২৪ বছর বয়সে পিএসসি পরীক্ষার্থী

ছোটবেলায় বিয়ে হয়ে যাওয়ায় অনেকের মতোই লেখাপড়া হয়নি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার রহিমা খাতুনের। কিন্তু পড়ালেখা করার অদম্য ইচ্ছেও অনেকের মতো শেষ হয়ে যায়নি। 

পারিবারিক অশান্তির জন্য স্বামীর সাথে তালাক হয়ে যাওয়ার পর মানুষ হতে ও এখন লেখাপড়া করছে।

রহিমা বর্তমান সরকারের প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের নিয়ে রিচিং আউট অফ এডুকেশন প্রোগ্রাম (রস্ক) প্রকল্পের জলঢাকা বাবু পাড়া আনন্দ স্কুল থেকে সমাপনী পরীক্ষা দিচ্ছে।

সমাপনী পরীক্ষার প্রথম দিন রোববার তার সাথে কথা হয় আমার। পরীক্ষা কেমন হয়েছে জানতে চাইলে বলে, ইংরেজি পরীক্ষা খুব ভাল হয়েছে।

এরপর আর পড়ার ইচ্ছে আছে কি নয়া জানতে চাইলে বলে,"আমি এসএসসি পাশ করবো। তারপর একটা চাকরি করবো।"

জলঢাকা উপজেলার বাবুপাড়া আনন্দ স্কুলের শিক্ষার্থী সুমাইয়া জানায়, রহিমার রোল ৬। অল্পতেই তার পড়া মুখস্ত হয় আর সে প্রতিদিনই স্কুলে আসে।

ওই স্কুলের শিক্ষিকা উম্মে রুমাইয়া সরকার পলি জানান, ছাত্রী হিসাবে সে ভাল। "আশা করছি মেয়েটির পরিশ্রম সফল হবে।"

জলঢাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিরিন আক্তার জানান, তার হাতের লেখা সুন্দর এবং প্রতিটি প্রশ্নের উত্তর খাতায় লিখতে পেরেছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com