কাঁটাতার উপেক্ষা করে মিলন মেলা

ভারত বাংলাদেশ সীমান্তের পাথরকালী মেলা উপলক্ষে এপার ওপারের মানুষের এক মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাপাসার এবং রানীশংকৈল উপজেলার কোচল সীমান্তে কুলিক নদীর তীরে ভারত- বাংলার এ মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত চলে এই মেলা।  

কাঁটাতারের একপাশে হাজার হাজার বাঙালি তাদের ওপারের স্বজনদের দেখা পাওয়ার আশায় ভিড় জমায়। স্বজনকে দেখতে পেয়ে অনেকেই আনন্দে কেঁদে ফেলেন, দেওয়া নেওয়া হয় অনেক জিনিসপত্র।

অনেককেই স্বজনের দেখা না পেয়ে বাড়ি ফিরতে হয়েছে। মনিরুল নামে এক বাঙালি তার মামার সাথে দেখা করতে আসে। কিন্তু এতো মানুষের ভিড়ে মামাকে খুঁজে না পাওয়ায় মন খারাপ করেই ফিরতে হয় তাকে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com