চলে গেলেন স্থপতি মাইনুল হোসেন

জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন চলে গেলেন না ফেরার দেশে।

সোমবার দুপুরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬২ বছর।

হাসপাতাল সূত্রে জানা যায়, তিনি হার্ট অ্যাটাক নিয়ে গতকাল (রোববার) ভর্তি হয়েছিলেন। উনার রক্তচাপেরও সমস্যা ছিল। বেলা আড়াইটায় উনার মৃত্যু হয়।

মুক্তিযুদ্ধের শহীদের স্মৃতি ধরে রাখতে ১৯৭৮ সালে  সরকার সাভারে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা নিলে নকশা আহ্বান করা হয়। জমা পড়া ৫৭টি নকশার মধ্যে বাঙালির স্মৃতির মিনোরের জন্য নির্বাচিত হয় ২৬ বছরের তরুণ মাইনুল হোসেনের পরিকল্পনা।

জাতীয় স্মৃতিসৌধ ছাড়াও আরো অসংখ্য স্থাপনায় নকশা করে গেছেন তিনি।
 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com