জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু

লাগাতার হরতাল শেষে সারাদেশে একসাথে অভিন্ন প্রশ্ন পত্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছে।

হরতালের কারণে এক সপ্তাহ পিছিয়ে ৭ নভেম্বর শুক্রবার পরীক্ষা শুরু হয়।

দেশের ২০ লাখ ৯০ হাজার ৬৯২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। জেএসসিতে ১৭ লাখ ৬৪ হাজার ৫৯৫ জন এবং জেডিসিতে তিন লাখ ২৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থী রয়েছে। এদের মধ্যে ১১ লাখ পাঁচ হাজার ৫০৯ জন ছাত্রী এবং নয় লাখ ৮৫ হাজার ১৮৩ জন ছাত্র।

সকাল ৯টায় দেশের ২ হাজার ৫২৫টি কেন্দ্রে শুরু হওয়া এ পরীক্ষায় প্রথম দিন জেএসসিতে বাংলা প্রথমপত্র ও জেডিসির কোরআন মজিদ ও তাজবীদ বিষয়ের পরীক্ষা হয়।

এ বছর বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া অন্য বিষয়ের পরীক্ষা হচ্ছে সৃজনশীল প্রশ্নে। বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নপত্রে দুটি বিভাগ থাকলেও দুটি অংশ মিলে ৩৩ পেলেই পাস বলে গণ্য হবে। অর্থাৎ এসএসসির মত দুটি অংশে আলাদা আলাদা পাসের প্রয়োজন নেই।

প্রতিবন্ধী পরীক্ষার্থীরা এবারো অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই তারা শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে পারবে।

Related Stories

No stories found.
bdnews24
bangla.bdnews24.com