জেএসসি নকলমুক্ত রাখার আশ্বাস

হরতালের কারণে পিছিয়ে শুক্রবার থেকে শুরু হচ্ছে জেএসসি পরীক্ষা। আর এ পরীক্ষা নকলমুক্ত রাখার আশ্বাস দেয়া হয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকে জেএসসির বাংলা প্রথম পত্র ও জেডিসির কুরআন মজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গত ২ নভেম্বর এ পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও জামায়েতে ইসলামীর হরতালের কারণে পিছিয়ে ৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে।

প্রথম দফায় ২ ও ৩ নভেম্বরের পরীক্ষা এবং দ্বিতীয় দফায় ৫ ও ৬ নভেম্বরের পরীক্ষাও পেছানো হয়।

৪ দিন পিছিয়ে শুক্রবার থেকে এ পরীক্ষা সুষ্ঠু,শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে নেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে বলে আশ্বাস দেন নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ যোবায়ের হোসেন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com