স্কুলেই যায়নি এই শিশুরা

ইচ্ছে থাকলেও নীলফামারী জেলার ডোমারের এই ছ'জন শিশু স্কুল যেতে পারেনি।  

তাদের নাম রহিম (৭), খুশি (৮), সুমি (৯), মনি (১১), অজয় (১১) ও বিজয় (১২)।

এরা হ্যালোকে জানায়, তারা কোনদিন স্কুলেই যায়নি। এদের মধ্যে খুশি, সুমি ও মনি টোকাই এর কাজ করে আর বাকিরা নানা শিশুশ্রমের সাথে জড়িত।

বই পড়তে চায় কি না জানতে চাইলে খুশি বলে, "হ্যাঁ, মুই বই পড়ির চাও।" 

এদের একজনের অভিভাবক রহিমা আক্তার বলেন, "ছাওয়াক স্কুলত পাঠাম কি করি? ছাওয়া কাম না করিলে খামো কি?"

ডোমারের শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তানবীর ইসলাম সিদ্দিকী এই ছ'জন শিশু সম্পর্কে আশ্বাস দিয়ে বলেন, "জানুয়ারি মাস এলে অবশ্যই এদের স্কুলে ভর্তি করা হবে।"       

ডোমারের রেল স্টেশন বস্তি ও ডোমার উপজেলার পাশের বস্তিতে এরা থাকে।   

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com