পড়ার ফাঁকে আচার বেচা

বাবাকে সাহায্য করতে পড়ালেখার ফাঁকে ফাঁকে আচার বেচে কুড়িগ্রাম জেলার ভেলাকোপার ছেলে কাজল।

ও ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। ক্লাসের ফাঁকে ও বাবার সাথে দোকানে আচার বেচে। আর কোনো দিন বাবা না এলে ক্লাস বাদ দিয়ে নিজের বন্ধুদের কাছে আচার বেচতে হয়।

ক্লাস শুরু হলেও যাচ্ছে না কেন জানতে চাইলে জানায়, বাবা বাজারে গেছে তাই ওর এখন দোকানে থাকতে হবে।

ওই স্কুল শিক্ষিকা লতা বেগম জানান, সে ক্লাসে নিয়মিতই আসে। তার বাবা এই স্কুলে চানাচুর-আচার বেচে। পড়ালেখার ফাঁকে তার বাবাকে সাহায্য করে।

বড় হয়ে কি হতে চায় জানতে চাইলে আমাকে অবাক করে একটু হেসে বলে,"সাংবাদিক হবো। আমার মতো গরিব শিশুদের কথা সরকারকে জানাবো।"

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com