শুভ দীপাবলি

সনাতন ধর্মে দেবী কালির শক্তিকে পুজা করা হয়। কালীর গায়ের রং কালো তাই এই পুজাকে কালী পুজা বলা হয়। এটাকে শ্যামা পুজাও বলা হয়।

এ দিনে দিপাবলী উৎসব হয়। সনাতন ধর্মের লোকেরা এ দিন নিজেদের বাড়িতে প্রদীপ জ্বালায়। কথিত আছে পুর্ব পুরুষদের মঙ্গল কামনায় দীপাবলি উৎসব করা হয়।

কালী পুজোর সন্ধায় শিশুরা বিভিন্ন রকম পটকা, বাজি, বোমা, ঝারবাতি জ্বালায়। আর মেয়েরা দীপ জ্বেলে বাড়ি সাজায়।

এদিনে বাড়িতে পাঠার মাংস, খিচুরি, পরোটা, লুচি রান্না করা হয়।

এ উৎসবকে ঘিরে কুড়িগ্রামের মন্দিরগুলোতে আলোক সজ্জা করা হয়েছে। সন্ধ্যায় হবে শিতলী পুজা ও মধ্যরাতে হবে কালী পুজা ও প্রসাদ বিতরণ।

পুরানমতে, কোনও এক সময় সুম্ভ ও নিসুম্ভ নামের দুই অসুর স্বর্গে ও মর্ত্যে আক্রমণ করে। তাদের আটকাতে দেবী দূর্গার কাছে প্রার্থনা করেন দেবতারা। সুম্ভ- নিসুম্ভকে আটকাতে জন্ম হয় মা কালীর। মহামায়ার চণ্ডাল রূপই হলেন মা কালী।

নীলফামারীতেও কালী পুজা পালনের জন্য নানা আয়োজন করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com