ছাত্রাবাস শিক্ষকদের দখলে

একটি বিদ্যালয়ের ছাত্রাবাস দখল করে পরিবার নিয়ে বসবাস করছে কয়েকজন শিক্ষক।

ঘটনাটি ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসের। নয় বছর আগে এ ছাত্রাবাস নির্মিত হলেও সেখানে ঠাঁই মেলেনি কোন ছাত্রের। প্রথম থেকেই শিক্ষকরা দখল করে রেখেছে এটি।

কোন ছাত্রই এই ছাত্রাবাসে থাকে না, শুধু শিক্ষকরা সেখানে পরিবার নিয়ে থাকেন বলে জানায় ওই বিদ্যালয়ের দশম শ্রেণির কয়েকজন ছাত্র।

সেখানে তাদের থাকতে না দেওয়ায় ক্ষোভও প্রকাশ করে ওই ছাত্ররা।

জেলা শহরের এ শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলার দূর দূরান্ত থেকেও ছাত্ররা পড়তে আসে। তাদের বেশিরভাগই শহরের বিভিন্ন মেসে ও স্বজনের বাসায় থেকে লেখাপড়া করে।

সরেজমিনে দেখি, সেখানে বউ ছেলে-মেয়ে নিয়ে বেশ কয়েকজন শিক্ষকই রয়েছেন।

তবে শিক্ষকরা ছাত্রাবাসে ভাড়া দিয়েই থাকেন। শিক্ষক প্রতি ২৫০ টাকা করে ঘরভাড়া তোলা হয়। নাম না প্রকাশ করার শর্তে এ কথা জানালেন ওই স্কুলের এক শিক্ষকই।

এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক বলেন,"ছাত্রাবাসে থাকার ছাত্র নেই তাই ডিসি স্যারের অনুমতি নিয়ে এর রক্ষণাবেক্ষণের জন্য শিক্ষকরা এখানে থাকেন।

"তবে কোন ছাত্র যদি অভিভাবক নিয়ে এসে আবেদন করে তাহলে আমি শিক্ষকদের বের করে ছাত্রদের থাকার ব্যবস্থা করবো।"

"আর ২৫০ টাকা তাদের বেতন থেকে সরকারিভাবে কাটা হয়। আমরা কোন টাকা নেই না।"

জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,"ওরা এই ব্যাপারে আমার সাথে কথা বলেছিল কিন্তু এতে আমার কোন অনুমতি নেই।

"ছাত্রদের হোস্টেলে শিক্ষক কেন থাকবে। এখানে ছাত্রদেরই অগ্রাধিকার।"

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com