অষ্টম শ্রেণির পর পড়া বন্ধ

অষ্টম শ্রেণির পর আর পড়া হচ্ছে না সিলেট জেলার সিলামের মোহাম্মদপুর গ্রামের ছেলে বাহারের। ২০১৩ সালের জে এস সি পরিক্ষায় বি গ্রেডে পাশ করলেও অভাবের জন্য আর স্কুলে যাওয়া হয়নি ওর।

সাত জনের বড় সংসারের খরচ যোগাতেই ওর বাবা হিমশিম খায়। লেখাপড়ার খরচ চালাতে পারেনা। তাই পড়ার চিন্তা বাদ দিয়ে বাবাকে সাহায্য করতে অটোরিক্সার বডি মিস্ত্রির হেল্পার হিসেবে কাজ করছে ও।

কথায় কথায় জানতে পারি ওর বাবা একজন দিনমজুর। বাবার আয়ের টাকায় সংসার চলে না তাই নিজে কাজ করে যা পায় সবটাই বাবার হাতে তুলে দেয়।

ভাইবোনেরা কেউ লেখাপড়া করে কিনা জানতে চাইলে বলে, বড় বোনও ওর মতো অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ে অভাবে স্কুল ছেড়েছে।

আবার পড়তে চায় কিনা জানতে চাইলে বলে,"চাই।"

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com