আলু বপনে ব্যস্ত কৃষক

জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বেনুয়ার চরসহ আশেপাশের গ্রামের কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন আলু বপনে।

উপজেলার বেনুয়ার চরসহ চিনার চর, হরিণধরা, কড়াইতলা গ্রামের কৃষকরাও একই কাজে ব্যস্ত। এছাড়াও শেরপুর সদর উপজেলার ডুবার চর এলাকায় আলু বপণের কাজ চলছে দ্রুত।

কৃষকরা জানান, বীজ আলুর বিভিন্ন অংশ কেটে তা বপন করা হচ্ছে।

এখানকার কৃষকরা দুই ধরনের আলুর বীজ বপন করছেন। এগুলো হল দেশি আলু (লাল আলু) এবং হাইব্রিড জাতের আলু (সাদা আলু)। অনেকে নিজের বাড়িতে রাখা আলুও বীজ হিসাবে ব্যবহার করছেন। আবার অনেকে বাজার থেকে বীজ  কিনে এনেও বপনও করছেন। তবে সবজি হিসেবে ব্যবহৃত আলুর চেয়ে বীজ আলুর দাম একটু বেশি বলে জানান কৃষকরা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com