স্পেনে গার্ল-ডে সেরে ফিরল নীলফামারীর শিরিন

স্পেনে তৃতীয় আর্ন্তজাতিক গার্ল ডে’-তে যোগদান শেষে দেশে ফিরেছে বাংলাদেশের মেয়ে শিরিন আক্তার।

স্পেনের রাজধানী মাদ্রিদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পার্লামেন্ট মেম্বার ও নাগরিকদের অংশগ্রহণে যোভাযাত্রা, আলোচনা সভা, বিতর্কসহ আর্ন্তজাতিক গার্ল ডে’-র নানা আয়োজনে অংশ নেয় সে।

৬ থেকে ১২ অক্টোবর পর্যন্ত চলা এ অনুষ্ঠানে শিরিন তার এলাকার শিশু অধিকার পরিস্থিতি, জন্মনিবন্ধন ও বাল্যবিবাহ বন্ধে তাদের শিশু দলের ভূমিকা তুলে ধরে।

প্ল্যান ইন্টারন্যাশনালের স্পেন অফিসের আমন্ত্রণে শিরিন এ কর্মসূচিতে অংশ নেয়।

শিরিন বলে, ”শিশু অধিকার প্রতিষ্ঠায় স্পেন সফরের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই।”

নীলফামারীর জলঢাকা উপজেলার  শিমুলবাড়ী ইউনিয়ন শিশু ফোরামের সাধারণ সম্পাদক শিরিন  ২০১১ সাল থেকে শিশু বিয়ে প্রতিরোধ, ঝরে পড়া শিশুদের স্কুলমুখী করা,  জন্ম নিবন্ধনসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ডে সক্রিয়।

শিরিন এখন নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ী উচবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। সে আরাজি শিমুলবাড়ী গ্রামের মনিরুল ইসলামের মেয়ে।

মঙ্গলবার সে দেশে এসে পৌঁছায়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com