ঘড়িভাঙ্গা প্রাথমিকের ইট খসে পড়ছে

নড়াইলের কালিয়া উপজেলার ঘড়িভাঙ্গা প্রাইমারি স্কুল ভবনের ইট খসে পড়ে অনেক শিক্ষার্থী আহত হয়েছে।

এতে স্কুলের নিরাপত্তাও কমেছে। স্কুল থেকে বিভিন্ন সময় চুরিও হয়েছে।

পঞ্চম শ্রেণির ছাত্রি সেতু বলে, "ক্লাস করতে ভয় লাগে।"

চতুর্থ শ্রেণির ছাত্র রমজান বলে, "ভাঙা স্কুলে ক্লাস করতে ইচ্ছা করে না।"

এমন কী প্রধান শিক্ষক মিজানুর মোল্যা নিজেই কয়েক বার আহত হয়েছেন বলে জানালেন।

তিনি বলেন, "এই বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অনেকবার লিখিত অভিযোগ জমা দিয়েছি, কোন ফল পাইনি।”

এই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা ১১৪ এবং আর শিক্ষক আছেন চারজন।

কোন বড় ধরণের দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত স্কুল ভবন নির্মাণ করা প্রয়োজন বলে মনে করেন সহকারী শিক্ষক নজরুল মোল্যা।

এ বিষয়ে জানতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে মোবাইলে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com