বন্ধ হয়নি শ্যালোযানের ঝুঁকি

ঠাকুরগাঁওয়ে দেদারসে চলছে শ্যালোযান ভটভটি-নসিমন-করিমন।

জেলার পীরগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়কে তাই দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চিন্তিত এলাকার অনেকে।

গত বৃহস্পতিবার ভটভটির সাথে মোটরসাইকেলের ধাক্কায় মারা যান মোটরসাইকেল চালক নূরুল ইসলাম। এর কিছুদিন আগে ভটভটির ধাক্কায় প্রাণ যায় চার বছরের এক শিশু।

এসব গাড়ির যেমন লাইসেন্স নেই তেমনই এর চালকদের কোন গাড়ি চালানোর লাইসেন্স নেই।

শুধু পীরগঞ্জ নয় ঠাকুরগাঁওর অন্য উপজেলায়ও চলছে এসব গাড়ি। ফলে দুর্ঘটনার সাথে বাড়ছে জ্যাম।

এসব গাড়ি চলাচল বন্ধে আন্দোলনও হয়েছে। বাস শ্রমিকরা এসব অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে শুধু এ জেলায় নয় দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনও করে।

ঠাকুরগাঁয়ে জেলা প্রশাসক এ ব্যাপারে ব্যবস্থা নেবার আশ্বাস দিলে আন্দোলন থেকে সরে আসেন শ্রমিকরা বলে জানান মুনির নামে এক বাস শ্রমিক।

অনেকের অভিযোগ এসব নসিমন-করিমন-ভটভটি পরিবেশের জন্য ক্ষতিকর হলেও প্রশাসন তাতে আমল দিচ্ছে না।

মুনসুর আলী নামে এলাকার এক বাসিন্দার মতে- ভ্রাম্যমাণ আদালতের অভিযান না চালানোয় এসব যানবাহন দিন দিন বাড়ছে।

এ ব্যাপারে কথা হয় পীরগঞ্জ উপজেলা নির্বার্হী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সাথে।

তিনি বলেন,“এই গাড়িগুলো যাতে প্রধান সড়কে চলতে না পারে সেজন্য নিয়মিত মনিটরিং করা হচ্ছে।”

এই ব্যবস্থা নেয়া প্রশাসনের চলমান কাজ বলে জানান তিনি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com