লালন মেলা শুরু

লালন শাহের ১২৪তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়া মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার থেকে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় সাঁইজির বারাম খানার আখড়া বাড়িতে এ মেলা বসেছে। 'মানুষ ভজলে সোনার মানুষ হবি  সত্য' লালনের আদর্শকে ধারণ করে কয়েকদিন আগে থেকেই  দেশ-বিদেশের সাধুগুরু ও ভক্তরা সেখানে আসতে শুরু করে।

আনুষ্ঠানিকভাবে মেলা শুরুর আগের সপ্তাহ থেকেই আখড়ায় বাউল সাধকরা গাইছেন লালনের গান। এতে জমে উঠেছে আখড়া প্রাঙ্গন।

মেলার এবারের মূল ধ্বনি 'আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য হোক আমাদের দিন বদলের অনুপ্রেরণা'।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, একটি  মোবাইল ফোন কোম্পানির সহযোগিতায় ও কুষ্টিয়া  লালন একাডেমির আয়োজনে এ মেলা চলবে পাঁচ দিন।

আগে তিন দিনব্যাপী হলেও কয়েক বছর ধরে পাঁচদিনব্যাপী বসছে এ মেলা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com