আইন না মেনে ইলিশ ধরায় কারাদণ্ড

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে আইন না মেনে ইলিশ ধরার দায়ে সাত জেলেকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তি মনি চাকমার নেতৃত্বে মা ইলিশ সংরক্ষণে হার্ডিঞ্জ ব্রিজ এলাকা, বাহির চরের মসলেমপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম সরোয়ার জানান, ১৯৫০ সালের মৎস্য সংরক্ষণ আইনের পাঁচ নং ধারায় তাদের শাস্তির ব্যবস্থা করা হয়েছে।

এদের মধ্যে রয়েছে পাবনার দাদাপুরের জালাল উদ্দিনের ছেলে রাকিবুল ইসলাম, ওয়াকীম সর্দ্দারের ছেলে বাচ্চু, জালাল উদ্দিন, শিমুল, রাজিব, জসিম ও ভেড়ামারা উপজেলার মসলেমপুরের কুটি মাঝি।

জব্দ করা ৩৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে দেয়া হয়েছে এবং মাছগুলো অনাথ আশ্রমে দেয়া হয়েছে। এছাড়া ছয়টি ইঞ্জিন চালিত নৌকা বাজেয়াপ্ত করেছে ভ্রাম্যমাণ আদালত।

প্রজনন মৌসুম হওয়ায় ৫ অক্টোবর থেকে ১১ দিন ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুদ ও বাজারজাত নিষিদ্ধ করেছে সরকার।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com