‘বুনো শেয়ালের’ কামড়ে আহত ২৫

এক ‘বুনো শেয়ালের’ কামড়ে আহত হয়ে জনা ১৫  ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

ঠাকুরগাঁওয়ের বনডাঙ্গা গ্রামে বুধবার এ ঘটনা ঘটে। স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনায় আহতদের দেখে তাদের কাছ থেধকে ঠিকানা নিয়ে ওই গ্রামে যাই।

গ্রামবাসী জানায়, প্রাণিটি বেশ কয়েক দিন ধরে রাতের বেলায় ফকিরগঞ্জ, বেলসুয়া, বনডাঙ্গাসহ আশপাশের গ্রামের  মানুষ ও গরু-ছাগলকে আক্রমণ করে।

এতে ২৫ জন আহত হয় বলে দাবি করে গ্রামবাসী। অবস্থা বেশি খারাপ হওয়ায় এদেরই ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নেয়।

বুধবার সকালে বনডাঙ্গা গ্রামে প্রাণিটি আবার আক্রমণ করলে গ্রামবাসী জড়ো হয়ে প্রাণিটিকে পিটিয়ে মেরে ফেলে।

খবর পেয়ে পীরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার ও প্রাণিসম্পদ বিভাগের অফিসার আবুল কালাম আজাদ তা দেখতে আসেন।

পরে প্রাণিসম্পদ বিভাগের অফিসার আবুল কালাম আজাদকে উদ্ধৃত করে ইউএনও ইফতেখারুল জানান, শেয়ালের কয়েক প্রজাতির মধ্য এটি একটি। এটা বুনো শেয়াল নামে পরিচিত।

মেরে ফেলার পর প্রাণিটিকে দেখতে বনডাঙ্গা গ্রামে অনেক মানুষ আসে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com