এরা স্বপ্নযোদ্ধা: ইনু

শিশুদের স্বপ্নযোদ্ধা হিসেবে উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন,"বড় স্বপ্ন দেখতে হবে কিন্তু কাজ শুরু করতে হবে ছোট করেই।"

'মীনা অ্যাওয়ার্ড' প্রদান অনুষ্ঠানে মন্ত্রী উপস্থিত থেকে শিশুদের এভাবে উপদেশ ও অনুপ্রেরণা দেন।

“আমাদের সরকার-পরিবার-সমাজ কন্যাশিশুদের ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে রাখছি। আর জঙ্গিবাদী কন্যা শিশুদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। তাদের দিয়ে বোমা বহনে ব্যবহার করছে।

তেঁতুল হুজুরের মেয়েদের না পড়িয়ে বাল্যবিয়ে দিতে বলার বিষয়টিও টেনে আনেন তিনি।

জঙ্গিদের, তেঁতুল হুজুরদের বিষয়ে ইউনিসেফ কথা না বললে জাতিসংঘ সঠিকভাবে কাজ করছে  না উল্লেখ করে মন্ত্রী বলেন, তাহলে বলতে হবে জাতিসংঘ একচোখাভাবে কাজ করছে।

শিশু সংক্রান্ত এসব রাজনৈতিক বিষয় তুলে ধরতে মন্ত্রী ইউসেফের প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার ঢাকায় সোনার গাঁও হোটেলে মিনা অ্যাওয়ার্ড বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। এবার হ্যালোর শিশু সাংবাদিক মনির হোসাইন অন্য শিশুদের সঙ্গে পুরস্কার পেয়েছে।

বছর জুড়ে প্রকাশিত শিশু বিষয়ক সৃজনশীল কাজ ও সংবাদ এর উপর ২০০৫ সাল থেকে ইউনিসেফ এ পুরস্কার দিয়ে আসছে।

অনুষ্ঠানে ইউনিসেফের শুভেচ্ছাদূত চিত্র নায়িকা মৌসুমী বলেন, “মানুষ দু ধরনের হয়। কিছু মানুষ নিয়ম বানায় আর কিছু মানুষ নিয়ম মেনে চলে। সৃজনশীল মানুষেরা নিয়ম বানায়। এই শিশুরাই বড় হয়ে একদিন নিয়ম বানাবে।" 

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও  ইউনিসেফের শুভেচ্ছাদূত আরিফা জামান মৌসুমী ছাড়াও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি প্যাসকেল ভিলনেভ।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com