ষাঁড়ের লড়াই

গ্রামবাংলার ঐতিহ্যবাহী প্রায় বিলপ্ত খেলা ষাঁড়ের লড়াই। গ্রামের বঞ্চিত মানুষদের বিনোদন দিতেই প্রতি বছর করা হয় এই লড়াই উৎসব।

নড়াইলের কালিয়া উপজেলার ঘড়িভাঙ্গা গ্রামে হয়ে গেল ষাঁড়ের লড়াই। এই লড়াইয়ে অংশ নেয় ৩২টি ষাঁড়।

বৃহস্পতিবারের এই প্রতিযোগিতায় বিজয়ী হয় মুকুলের কালা মানিক নামের ষাঁড়টি। দ্বিতীয় হয়েছে মশিয়ার ষাঁড় (ঘড়িভাঙ্গা), তৃতীয় হয় আয়েব আলির ষাঁড় (পদুমা) আর চতুর্থ হয় জাকির শেখের ষাঁড় (নয়নপুর) এদের সবার বাড়ি কালিয়া উপজেলায়।

প্রথম পুরস্কার দেয়া হয় ৬ হাজার টাকা, দ্বিতীয় চার হাজার আর তৃতীয় দুই হাজার টাকা পুরস্কার দেয়া হয়। এছাড়া চতুর্থ পুরস্কার ছিল মোবাইল ফোন।

তবে লড়াইয়ে সব ষাঁড় ছোট হওয়ায় সুলতান নামে একজনের বিশাল ও শক্তিশালী ষাঁড়টিকে অংশ নিতে দেয়া হয়নি।

এছাড়া জেলার কালিয়া উপজেলার খড়রিয়া স্কুল মাঠেও ঐতিহ্যবাহী এই ষাড়ের  লড়াই অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দিনব্যাপি এ প্রতিযোগিতায় নড়াইল, যশোর ও খুলনা জেলার ৮০টি ষাঁড় অংশ নেয়।

প্রতিযোগিতায় প্রথম হয় কালিয়া উপজেলার কদমতলা গ্রামের টিপু মিয়ার

ষাঁড়, দ্বিতীয় হয় খড়রিয়া গ্রামের শ্যানাল মেম্বরের ষাঁড় এবং তৃতীয় হয়েছে  একই গ্রামের জিকুর মোল্লার ষাঁড়।

এ খেলা দেখতে বিভিন্ন এলাকার প্রায় ১৫ হাজারের  বেশি আসেন।

আয়োজক কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন, প্রধান  উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান জানান, এ খেলা প্রায় ৫০ বছর ধরে চলে আসছে।

পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, বিনোদন ও বিলুপ্ত প্রায় এসব গ্রামীণ খেলাধুলা টিকিয়ে রাখতেই এ ধরনের  আয়োজন করা হয় বলে কমিটি কর্তৃপক্ষ জানায়।

পৃষ্ঠপোষকতা পেলে এ খেলা চালু থাকবে বলেও তারা আশা করেন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com