শিশুদের শৈশব ফিরিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন

শিশুদের স্বাভাবিক জীবনযাপনের অধিকার দাবিতে খুলনায় মানববন্ধন হয়েছে।

খুলনা প্রেস ক্লাবের সামনে গেল বৃহস্পতিবার এক ঝাঁক শিশু-কিশোর মানববন্ধন করে।

ওরা দাবি করেছে শিশুদের স্বাভাবিক বৈশিষ্ট্য নিয়ে বেড়ে ওঠার, খেলাধুলার, সাংস্কৃতিক
কর্মকাণ্ডে অংশ নেয়ার, কোচিং নির্ভরতার বদলে ক্লাসরুমেই শিক্ষা নিশ্চিত করার এবং মুক্ত মনন নিয়ে আগামীর সৃজনশীল বাংলাদেশ গড়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করার।

বেলা ১২টায় অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তারা শিশুদের মেধার বিকাশের জন্য তাদের
অধিকার নিশ্চিত করার দাবি জানান।
বক্তরা বলে, শিশুরা সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত স্কুল-কোচিংয়ে ঘুরে বেড়ায়। যার ফলে সে তার মেধা বিকাশ তো দূরের কথা চিত্তবিনোদনের সময়টুকুও পায় না।

এমনকি ছুটির দিনেও কোচিং সেন্টারগুলোর পরীক্ষার চাপ থাকে বলে অভিযোগ করে কয়েকজন শিশু।

আর এরই প্রতিবাদে আব্বাস উদ্দীন একাডেমী, খুলনা, শিশু অধিকার ও নৃত্য বিহার যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com