ফাটল ধরা ভবনে চলছে ক্লাস

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়া থানার ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের পলাশ বাংলা উচ্চ বিদ্যালয়ের ভবনটি ক্লাস নেয়ার জন্য ঝুঁকিপূর্ণ  হয়ে পড়েছে।

সেখানে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের ভবনটির ছাদে ফাটল ধরেছে।

দশম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম ও কহিনুর জানায়, ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় ক্লাস করতে ভয় করে, কখন যে ছাদ ভেঙে পড়ে।

পলাশ বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, বিভিন্ন অফিসে তদবির করেও স্কুলের ভবন মেরামতে কোন পদক্ষেপ নেয়াতে পারেননি।

স্কুল কর্তৃপক্ষ জানায়, এ স্কুল ভবনটি ২০০২ সালে তৈরি হলেও ২০০৬ সালেই এ ভবনের ছাদ ফেটে যায়। এ ফাটল দিন দিন বড় হচ্ছে।

গত ২৭ অগস্ট পলাশ বাংলা উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ করতে এসে ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দীন আল আজাদ শ্রেণিকক্ষ ঘুরে দেখেন।

পরিস্থিতি দেখে তিনি ভবন মেরামত না করা পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ভবনের বাইরে ক্লাস করার জন্য নির্দেশ দেন।

তবে ঝুঁকিপূর্ণ এ পরিস্থিতির মধ্যেই শিক্ষার্থীরা শ্রেণি কক্ষে ক্লাস করছে বলে জানান স্কুলের শিক্ষকরা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com