টাঙ্গাইলে শেষ হল হ্যালোর শিশু উৎসব

'আমার কথাও যাবে বহুদূর’ এই ধ্বনি দিয়ে টাঙ্গাইলে শেষ হলো ‘শিশু সাংবাদিক উৎসব।

দেশের প্রথম অনলাইন পত্রিকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই আয়োজন করে। গ্রামীণফোন এর অংশীদার।

বুধবার রাতে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে শিশু সাংবাদিক বাছাই পরীক্ষায় অংশ নেয়া ১৮৮ জন শিক্ষার্থীরা , অভিবাবক ও শিক্ষকরাও আসেন।

শিশু উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর।

প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইনকিলাব ও বাংলাভিশন-এর জেলা প্রতিনিধি আতাউর রহমান আজাদের সভাপতিত্বে উৎসবে বক্তৃতা দেন ক্লাবের সম্পাদক, বৈশাখী টেলিভিশন ও সকালের খবরের জেলা প্রতিনিধি, দৈনিক মজলুমের কন্ঠ সম্পাদক জাফর আহমেদ, সাপ্তাহিক প্রযুক্তির সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি কাজী জাকেরুল মওলা, শিশু সাংবাদিক সাদমান আল আজরফ ও পপি আক্তার।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রিপোর্টার সালাহউদ্দিন ওয়াহিদ প্রিতম।  

অনুষ্ঠানে জেলা প্রশাসক নতুন প্রজন্মকে ‘স্ট্রিম’ লাইনে আনার জন্য এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সংবাদপত্র ও সংবাদ কর্মীরা যদি দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করেন তাহলে দেশের উন্নয়ন অবশ্যই সম্ভব।

"শিশুদের সব ধরণের সুযোগ-সুবিধা ও সমস্যা নিয়ে শিশু সংবাদিকরা সব সময় লিখবে এটাই আমাদের প্রত্যাশা।"

পুলিশ সুপার বলেন, "বর্তমান বিশ্বে সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। সাংবাদিকতার ধারা , বৈশিষ্ট পরিবর্তন হচ্ছে।"

পরে অতিথিরা শিশু সাংবাদিকদের হ্যালোর স্মারক তুলে দেন।

এছাড়া মেহর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের অধ্যাপক তরুণ ইফসুফের উপস্থাপনায় ও শিল্পকলা ও শিশু একাডেমির প্রশিক্ষক মৌসুমী ইউসুফের পরিচালনায় শিশুদের গান আর নাচ পরিবেশিত হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com