দেবী গড়তে ব্যস্ত কারিগর

সনাতন ধর্মের প্রধান ধর্মীয় উৎসব শারদীয়  দূর্গাপুজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা।

কুড়িগ্রামের কাঁঠালবাড়ির পালপাড়ায় শিল্পীরা প্রতিমা তৈরিতে ভোর থেকে মধ্য রাত পর্যন্ত কাজ করছে।

ঘোগাদাহ প্রতিমা শিল্পী গনেশ কুমার পাল জানান, সারাবছর বিভিন্ন প্রতিমা তৈরি করলেও
শারদ উৎসবের আগে তাদের কাজের চাপ বেড়ে যায়। আর তাই লাভটাও হয় বেশি।

কুড়িগ্রাম শহরের বিভিন্ন মন্দির ও মন্ডপ থেকে পূজা কমিটি আসছে তাদের পছন্দ মতো প্রতিমা তৈরির অর্ডার দিতে। দূর্গা প্রতিমা ছাড়াও এখানে তৈরি হচ্ছে প্রদীপ বাতি, ধুপতি, মাটির হাড়িসহ পুজার অন্যান্য জিনিসপত্র।

এছাড়া শহরের বাইরে থেকেও আসছে অর্ডার।  

প্রতিমা তৈরির দিক থেকে প্রতি বছরের মতো এ বছরো কাঁঠালবাড়ি, দাশেরহাট,ঘোগাদহ,নাগেশ্বরীর শিল্পীদের কদরই বেশি।

এ বছর সর্বনিম্ন ১৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২৭ হাজার টাকার প্রতিমা তৈরি হচ্ছে ।

আগামি  ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পাঁচ দিনের এই দূর্গোৎসব। এর আগে ২৩ সেপ্টেম্বর শুভ মহালয়া।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com