‘স্কুলে গেলে তো আর পেট চলবে না’

সংসার চালাতে মাকে সাহায্য করতে চায়ের দোকানে কাজ করছে পীরগঞ্জের ১০ বছরের ছেলে সবুজ।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ভেলাতৈড় এলাকার ভদ্রপাড়া গ্রামে সবুজের বাড়ি। তার বাবা ফের বিয়ে করে আলাদা সংসার করছে।

ওর দুই বোনের বিয়ে হয়ে গেছে। মা ও ছোট ভাইকে নিয়ে সবুজদের কষ্টের সংসার।

রাজমিস্ত্রীর কাজ করে মা যা আয় করেন তা দিয়ে ওদের খরচ মেটে না।

তাই মায়ের কষ্ট কমাতে তৃতীয় শ্রেণির এই ছাত্র স্কুলের বইপত্র ছেড়ে বেছে নিয়েছে পীরগঞ্জ পৌর শহরের এক চায়ের দোকানের কাজ।

সবুজ হ্যলোকে বলে,“আমার স্কুলে যেতে ও খেলাধূলা করতে ইচ্ছে করে কিন্তু স্কুলে গেলে তো আর পেট চলবে না।

“তাই কাজ করে টাকা রোজগার করছি।”

এ কাজ করে সে একবেলা পেট ভরে খাওয়া আর দিনে ৪০ টাকা বেতনের কাজ করে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com