নড়াইল ও টাঙ্গাইলে হ্যালোর কর্মশালা

এবার নড়াইলে শিশু সাংবাদিকদের কর্মশালা শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে এ জেলা শহরের বিভিন্ন স্কুল-কলেজের ২৩ জন শিক্ষার্থী এ প্রশিক্ষণ নিচ্ছে।

‘আমার কথাও যাবে বহুদূর’ ধ্বনি দিয়ে বিশ্বের প্রথম শিশুসাংবাদিকতার সাইট হ্যালোর জন্য ২৩টি জেলায় একযোগে চলা শিশু সাংবাদিক বাছাই কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠান হচ্ছে।

এর আগে ৫ সেপ্টম্বর এ জেলায় ১৪০জন ইচ্ছুক শিক্ষার্থী বাছাই পরীক্ষায় অংশ নেয়।  সোমবার তাদের  মৌখিক পরীক্ষা হয়।

প্রশিক্ষণ দিচ্ছেন হ্যালোর শিশু সমন্বয়ক নুরুন্নাহার মওলা ও স্থানীয় সাংবাদিক মাহবুব ।

আগামীকাল এই কর্মাশালা শেষে বিকাল ৫টায় নড়াইল জেলা পরিষদ অডিটোরিয়ামে শিশু সাংবাদিক উৎসবের এ জেলার কার্যক্রম শেষ হবে।

এদিকে টাঙ্গাইলেও শুরু হয়েছে শিশু সাংবাদিকদের কর্মশালা। দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা  মঙ্গলবার  সকাল থেকে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে শুরু হয়েছে। এতে বিভিন্ন স্কুল ও কলেজের ২০ জন ছাত্র-ছাত্রী অংশ নিচ্ছে।

কর্মশালা উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদ। এ সময় বক্তৃতা করেন প্রেসক্লাবের সম্পাদক জাফর আহমেদ ও আবদুল্লাহ ওয়াহিদ তুহিন।

কর্মশালায় শিশু অধিকার ও শিশু সাংবাদিকতা  বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন আবদুল্লাহ ওয়াহিদ তুহিন। বুধবার শিশু সাংবাদিকরা শহরের চারটি স্থানে গিয়ে হাতে কলমে রিপোর্টিং বিষয়ে কাজ করবে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা হচ্ছে : মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের সাদমান উল আজরফ, আতিকুল ইসলাম অভি, মাকসুদুল হাসান প্রান্ত, মো. সাগর আহমেদ হিমেল, তাসনিমুল হাসান তুষার, পূর্ণিমা রানী  সিনহা, আমেনা খান আনিসা, শেখ ফজিলাতুন নেসা  মুজিব মহিলা কলেজের জান্নাতুল ফেরদৌস আফরিন, সরকারী কুমুদিনী কলেজের পপি আক্তার, পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের ফারজানা তালুকদার লিমু,ইফতি আরা, জোবায়দা উচ্চ বিদ্যালয়ের জাকিয়া আক্তার, মোনায়েম হোসেন মোমিন, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মৃনাল কান্তি দাস,আহনাফ শাহরিয়ার, শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের শাহাদত হোসেন, ফুয়াদ আল মুকিত, সৃষ্টি একাডেমিক স্কুলের ইফতিয়া আহমেদ নিতু, বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিদরাতুল মুনতাহা মনন ও বিবেকানন্দ  উচ্চ বিদ্যালয়ের মো. আনিছুর রহমান দিপু।

বুধবার কর্মশালা শেষে এ জেলায় উৎসবের সমাপনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। দুজেলায় সমাপনী অনুষ্ঠানে শিশুসাংবাদিকদের স্মারক প্রদান করা হবে।

টাঙ্গাইলে শুভার্থী সভা

হ্যালোর নির্বাচিত সাংবাদিকদের পরামর্শ প্রদানের জন্য গঠিত শুভার্থীদের সভায় টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, শিশুরা এখন স্কুল, কোচিং ও কম্পিউটারের মধ্যে আটকে গেছে। তাদের মেধার বিকাশ হচ্ছে না। সাংবাদিকতার সাথে জড়িত হলে তাদের জ্ঞান বাড়বে।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন টাঙ্গাইল ‘ল’ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খান মোহাম্মদ খালেদ।

স্বাগত বক্তব্য দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক সালাহউদ্দিন ওয়াহিদ প্রিতম, আলোচনায় অংশ নেন জেলা শিক্ষা অফিসার মো. শফী উল্লাহ, জেলা তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, সাদৎ কলেজের সাবেক অধ্যক্ষ ড. মো. কামরুজ্জামান, মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের উপাধ্যক্ষ মো. আমিনুল ইসলাম উজ্জল, সুজন টাঙ্গাইলের সহ সভাপতি অধ্যাপক বাদল মাহমুদ, প্রেসক্লাবের সম্পাদক জাফর আহমেদ, সাধারণ গ্রন্থাগারের সম্পাদক মাহমুদ কামাল, মানবাধিকার কর্মী স্মরণীর নির্বাহী পরিচালক মঞ্জু রানী প্রামানিক, শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারী মহিলা কলেজের প্রভাষক মুনিরা শাওরিন খান, শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল আলম, দৈনিক প্রগতির আলোর সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন,  স্থানীয় সাংবাদিক হাবিব খান, মির্জা শাকিল, অরণ্য ইমতিয়াজ, এম এ রাজ্জাক ও শাহরিয়ার সিফাত।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের  টাঙ্গাইল প্রতিনিধি কে এস রহমান শফি।

প্রথম বাংলা অন লাইন পত্রিকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এ উদ্যোগের অংশীদার গ্রামীণ ফোন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com