শান মেশিনে ধার বাড়ছে না সংসারের

কাঁচি, ছুরি-চাকু কিংবা দা-বটি ধার দিতে মাঝে মাঝেই শান মেশিন নিয়ে ঘুরতে দেখা যায়।

ঐতিহ্যবাহী এই শান মেশিন নিয়ে এখন খুব কমই ঘুরতে দেখা যায়। ঈদ বা এমন উৎসবের আগেই তাদের আনাগোনা বাড়ে।

ঝালকাঠীতে কদিন আগে দেখা হয় শান মেশিন চালক জাহাঙ্গীর (১৮)-এর সাথে।

তার বাবার হাতে তৈরি মেশিন কাঁধে নিয়ে জাহাঙ্গীর নানান হাট-বাজারে ঘুরে ঘুরে শান দেওয়ার কাজ করে। দিনে  তার ১৫০ থেকে ২৫০ টাকা আয় হয়।

এত অল্প আয় দিয়েই তাকে ছোট ভাইবোনের পড়ালেখার আর পরিবারের খরচ চালাতে হয়।

সিলেটবাসী এই জাহাঙ্গীর জানান, ঝালকাঠীতে তিনি এসেছেন মাস খানেক। কিন্তু আয় হয়েছে ৮ হাজার টাকা।

তিনি শান মেশিন নিয়ে অনেক জায়গায় ঘুরেছেন কিন্তু তেমন কোন আয় হচ্ছে না।

এই আয়ে তার সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে। তাই ভাবছেন বাড়ি ফিরে এ কাজ ছেড়ে কোন কারখানায় কাজ করবেন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com