বানে ক্ষতিগ্রস্ত কোদালকাটির মেয়েরা শিক্ষায় এগিয়ে

শিক্ষা হারে কুড়িগ্রামের কোদালকাটিতে মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে।

এখানে ৪৫ শতাংশ শিক্ষার্থীর মধ্যে ৩০ ভাগই ছাত্রী।

কুড়িগ্রামে রাজিবপুর উপজেলায় কোদালকাটি ইউনিয়ন পরিষদে দুটি মাধ্যমিক ও একটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় আছে। এছাড়া ১২টি প্রাইমারি স্কুলও রয়েছে।

মসজিদ ভিত্তিক ৩০টি স্কুল ছাড়াও ৯টি ওয়ার্ডেই মাদরাসা রয়েছে।

কলেজ আর শহরের স্কুলে যাবার জন্য সকাল সাড়ে ৮টা থেকে প্রতিদিন কোদালকাটি ঘাটে জড়ো হতে থাকে।

দল বেধে প্রাইমারি স্কুলগুলোয় যেতে দেখা যায় ছেলে-মেয়েদের।

এ ব্যাপারে কোদালকাটি ইউপি চেয়ারম্যান নজরুল হোসেন হ্যালোকে জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে এ এলাকার মানুষ কষ্টে দিন কাটালেও শিক্ষা গ্রহণে থেমে থাকেনি।

আর এই এলাকায় প্রতিটি খানায় ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যায়ই বেশি।

শিক্ষায় মেয়েরাই এগিয়ে রয়েছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com