বরিশালে শিশু সাংবাদিক উৎসব শেষ

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে বরিশালে শেষ হয়েছে শিশুসাংবাদিক উৎসব।

তিন দিনব্যাপী এ উৎসবের রোববার ছিল সমাপনী অনুষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আয়োজনে সন্ধ্যায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের শুরুতে ছিল আলোচনা সভা। গ্রামীণফোনও এর অংশীদার।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার রিয়াজুল বাশার।

অনুষ্ঠান পরিচালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বরিশাল প্রতিনিধি কাওছার হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার ও শিশু সাংবাদিক তাহিরা তুল তুয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের এখন যেভাবে গড়ে তোলা হবে, তারা সেভাবেই আগামীতে দেশ পরিচালনা করবেন।
তারা এই আয়োজনের প্রশংসা করে বলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এ উদ্যোগ শিশুদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, তাদের বাস্তবতা শিখতে সাহায্য করবে।
এছাড়া লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও কর্মশালার বিভিন্ন দিক তুলে ধরে বক্তৃতা দেয় শিশু সাংবাদিক রিমা আক্তার তাহা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শহীদুল আলম ও পুলিশ সুপার একেএম এহসান উল্ল্যাহ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পংকজ রায় চৌধুরী, সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর মোয়াজ্জেম হোসেন, সাংবাদিক এসএম ইকবাল, নাট্যজন কাজল ঘোষসহ আরও অনেকে।
এরপর হ্যালোর বাছাই পরীক্ষায় অংশ নেয়া সব শিশুসাংবাদিকদের স্মারক পড়িয়ে দেন উপস্থিত অতিথিরা।

পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে শিশু শিল্পীরা গান, নাচ ও আবৃত্তি পরিবেশন করে।

শিশু উৎসবের অংশ হিসেবে ২২ অগস্ট শিশুসাংবাদিকদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৪৩ জন পরীক্ষার্থী অংশ নেন।
এদের মধ্যে থেকে মৌখিক পরীক্ষা ও মেধা তালিকা বিবেচনা করে ২০জনকে প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com