দিনাজপুরে শিশুসাংবাদিক প্রশিক্ষণ শেষ

দিনাজপুরে হ্যালোর  শিশুসাংবাদিক উৎসবের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

রোববার দিনাজপুর প্রেসক্লাবের কনফারেন্স রুমে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত এই কর্মশালার শেষ দিনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮জন শিশু-কিশোর অংশ নেয়।

কর্মশালায় সাংবাদিকতার নিয়ম-নীতি, কলা-কৌশল, শিশু অধিকার, সাংবাদিকতার নৈতিকতাসহ রিপোর্টিং বিষয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় হাতে-কলমে রিপোটিং সেশনে শিশু-কিশোররা রাজবাড়ী সরকারি শিশু পরিবার এবং বৃদ্ধাশ্রম শান্তি নিবাসে গিয়ে  তথ্য সংগ্রহ করে।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ করসপন্ডেট আশিক হোসেন, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, লেখক ও সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দিনাজপুর প্রতিনিধি মোর্শেদুর রহমান।
এই প্রশিক্ষণের সমাপনী উপলক্ষে সোমবার বিকেলে দিনাজপুর শিল্পকলা একাডেমি  মিলনায়তনে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বাছাই পরীক্ষায় অংশ নেয়া সব শিশুকে স্মারক দেয়া হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com