চট্টগ্রামে শিশু সাংবাদিক উৎসব

চট্টগ্রামে হ্যালোর শিশুসাংবাদিক উৎসব ও এর কর্মশালার সমাপনী উপলক্ষে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার সন্ধ্যায় অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি, চট্টগ্রামের মেয়র এম মনজুর আলম, মহিলা সাংসদ ওয়াসিকা আয়শা খান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার বনজ কুমার মজুমদার, বাওয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারা বেগম উপস্থিত থাকার কথা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’র বার্তা সম্পাদক গাজী নাসির উদ্দিন খোকন, জ্যেষ্ঠ প্রতিবেদক মঈনুল হক চৌধুরীও উৎসবে থাকবেন।

গ্রামীণফোনের অংশিদারিত্বে ‘আমার কথাও যাবে বহুদূর’ এ ধ্বনি দিয়ে শুরু এ উৎসবে বাছাই পরীক্ষায় অংশ নেয়া সব শিশুদের স্মারক দেয়া হবে।

এ উৎসবে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবে খেলাঘর চট্টগ্রাম মহানগরী ও আবৃত্তি সংগঠন বোধন।

এর আগে ২৯ ও ৩০ অগস্ট প্রশিক্ষণে শিশু সাংবাদিকদের সংবাদ প্রতিবেদন লেখার কৌশল, বিভিন্ন গণমাধ্যমের পরিচিতি, তথ্য প্রযুক্তির ব্যবহার, যোগাযোগ মাধ্যম, সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও আইনকানুনের বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com