পাবনায় হ্যালোর শুভার্থী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পাবনায় উৎসব মুখর পরিবেশে হ্যালোর শুভার্থী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

শনিবার প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। গ্রামীণফোন এর অংশীদার।

শুভার্থী সভার শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

পাবনা জেলা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদের সভাপতিত্বে ও পরিচালনায় শুভার্থী সভার প্রধান অতিথি ছিলেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজমল হোসেন, বিশেষ অতিথি ছিলেন রেভিনিউ ডেপুটি কালেক্টর জসিম উদ্দিন, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ উল হক রানা, পাবনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক নতুন বিশ্ববার্তার সম্পাদক শহিদুর রহমান শহিদ, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইসমাঈল ও হামিদুর রহমান।

জেলা প্রশাসক (রাজস্ব) আজমল হোসেন বলেন, "শিশুরা আগামী দিনের ভবিষ্যত।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শিশুদের নিজের কথা তুলে ধরার সুযোগ করে দেয়ায় তিনি ওই প্রতিষ্ঠানের প্রশংসা করেন।

তিনি বলেন,"গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ।

"এই গণমাধ্যমের সাথে সাংবাদিকরা ওৎপ্রোত ভাবে জড়িত। তাই মেধাবী সাংবাদিক তৈরি হয়ে দেশ ও দশের কল্যানার্থে কাজ করে যাবে এই শিশু কিশোররা।"

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান অর্থনৈতিক প্রতিবেদক আব্দুর রহিম হারমাছি।

শুভার্থী সভার পরেই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে শিশু সাংবাদিক ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দেশাত্ববোধক গান, আধুনিক গান, আবৃতি, নৃত্য পরিবেশন করা হয়।

এর আগে ২২ অগস্ট পাবনা সেন্ট্রাল গার্লস স্কুলে লিখিত পরীক্ষার নেয়া হয়।

২৮ অগস্ট বৃহস্পতিবার একই স্থানে তিন দিনব্যাপী শিশু উৎসব শুরু হয়।

উৎসবে প্রায় দেড় শতাধিক শিশু কিশোর উপস্থিত থেকে স্মারক নেয়।

কর্মশালায় সাংবাদিকতার নিয়ম-নীতি, কলা কৌশল, আইন, সাংবাদিকদের নীতি নৈতিকতা ও অনলাইন গণমাধ্যম সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষন দেয়া হয়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com