বগুড়ায় হ্যালোর কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় হ্যালোর নতুন শিশুসাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

শনিবার সকালে শহরের রেডচিলি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে দুদিন ব্যাপি এই কর্মশালার আয়োজন করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। গ্রামীণফোন এর অংশীদার।

কর্মশালা পরিচালনা করেন হ্যালো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কো-অর্ডিনেটর নাহার মাওলা। কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জেলা প্রতিনিধি জিয়া শাহীন।

কর্মশালার শুরুর আগে শিশুদের উদ্দেশ্যে বক্তব্য দেন দৈনিক জনকষ্ঠের সিনিয়র রিপোর্টার সমুদ্র হক, এসএ টিভির স্টাফ রিপোর্টার আরিফ রেহমান, সকালের খবরের স্টাফ রিপোর্টার আমজাদ হোসেন মিন্টু ও বৈশাখী টিভির জেলা প্রতিনিধি কমলেশ মোহন্ত সানুসহ আরও অনেক।

কর্মশালায় শিশুদের উদ্দেশ্যে নাহার মাওলা বলেন,"পড়ালেখা ঠিক রেখে শিশুরা তাদের অধিকার সম্পর্কে জানবে এবং শিশুদের বিষয়গুলি নিয়ে হ্যালোতে লিখবে।

"শিশুদের সাইট হ্যালোর মাধ্যমে আমরা শিশুদের অধিকার এবং শিশু সাংবাদিকতার বিকাশ ঘটাতে চাই।"

জেলা প্রতিনিধি জিয়া শাহীন বলেন,"পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য আমরা সকলেই যেন প্রস্তুত থাকি।

"আমরাই পারি, যেতে পারি বহুদুর।"

কর্মশালার পর শিশুদের ৫টি গ্রুপে ভাগ করে বিভিন্ন বিষয়ে রিপোর্টিং-এর জন্য মাঠে পাঠানো হয়। শিশুরা মাঠ ঘুরে এসে প্রতিবেদন তৈরি করে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com