পাবনায় সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

পাবনায় দিন ব্যাপী শিশুসাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা হয়েছে।

শুক্রবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালায় পাবনার ৩০জন শিশু কিশোর অংশ নেয়।

এর উদ্বোধন করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান অর্থনৈতিক প্রতিবেদক আব্দুর রহিম হারমাছি।

কর্মশালায় সাংবাদিকতার বিভিন্ন বিষয়, নিয়ম-নীতি, কলা কৌশল, আইন, সাংবাদিকদের নীতি নৈতিকতা ও অনলাইন গণমাধ্যম সম্পর্কে আলোচনা করা হয়।

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান অর্থনৈতিক প্রতিবেদক আব্দুর রহিম হারমাছি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ও গণমাধ্যম ব্যাক্তিত্ব ফারুক হোসেন চৌধুরী ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাবনা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শুভার্থী মুস্তাফিজুর রহমান রাসেল ও হাফিজ রতন।

৩০ অগস্ট হাতে কলমে প্রশিক্ষণ ও ফিল্ড ভিজিট করা হবে এবং বিকেল সাড়ে ৩টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে বাছাই পরীক্ষায় অংশ নেয়া শিশুদের স্মারক দেয়া হবে।

এছাড়াও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শুভার্থী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচী শেষ হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com