মৌলভীবাজারে শিশু সাংবাদিক কর্মশালা শুরু

‘আমার কথাও যাবে বহুদূর’ ধ্বনি দিয়ে মৌলভীবাজারে ‘হ্যালো’র নতুন শিশুসাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি এম এ সালাম শিশু সাংবাদিক কর্মশালার উদ্বোধন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মৌলভীবাজার প্রতিনিধি কামরুল আম্বিয়ার সঞ্চালনায় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ সহসম্পাদক আজিজ হাসান শিশু অধিকার, সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন তৈরিসহ সাংবাদিকতার নানা দিক নিয়ে আলোচনা করেন।

এছাড়া জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসীম উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, স্থানীয় সাপ্তাহিক পাতাকুঁড়ির সম্পাদক নুরুল ইসলাম শেফুল ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব আলোচনা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে ও গ্রামীণ ফোনের সহযোগিতায় দুই দিনের এই কর্মশালার দ্বিতীয় দিনে মাঠে গিয়ে তথ্য সংগ্রহ করে প্রতিবেদন তৈরি করবে শিশুরা।

এছাড়া মৌলভীবাজার শিশু একাডেমি মিলনায়তনে অভিভাবক, শিক্ষক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিসহ সংশ্লিষ্টদের নিয়ে শুভার্থী সভার আয়োজন করা হয়েছে।

শিশুসাংবাদিকদের বিশ্বে বাংলায় প্রথম সাইট হ্যালোর এই কর্মশালা শেষে শনিবার সন্ধ্যায় মৌলভীবাজার প্রেসক্লাবে শিশুদের স্মারক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com