কর্মশালায় শিশুদের সংবাদ সংগ্রহ

রাজশাহীতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও গ্রামীণফোনের যৌথ আয়োজনে দ্বিতীয় দিনের শিশু সাংবাদিক কর্মশালায় শিশুরা মাঠে গিয়ে সংবাদ সংগ্রহ করেছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় ৪টি গ্রুপে ভাগ হয়ে শিক্ষার্থীরা হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণের জন্য নগরীর রাজারহাতা হরিজন পল্লী, সপুরা সিল্ক, গ্রেটার রোড, সরকারি মাদ্রসা স্কুলে  গিয়ে সংবাদ সংগ্রহ করে।

এতে রাজশাহীর ১৪টি স্কুলের ২১জন শিক্ষার্থী অংশ নিয়েছে।

এসময় শিশুসাংবাদিকরা নগরীর বিভিন্ন সমস্যা ও সম্ভবনা নিয়ে সরাসরি মানুষের সাথে কথা বলে সংবাদ তৈরি করে।

বুশরা তাবাসুম জীম নামের এক শিশু সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়,তারা নগরীর গ্রেটার রোড, গোরহাঙ্গা ও ভদ্রা এলাকা পর্যবেক্ষণ করে শ্রমজীবী শিশুদের সাথে সরাসরি কথা বলে খুবই আনন্দিত।

তারা আরো জানায়, এই শিশুদের নিয়ে তারা সংবাদ তৈরি করতে পারবে।

শিশু সাংবাদিক আরিয়ান আহম্মেদ বলে, "সরকারি মাদ্র্রসা ও স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে তথ্য সংগ্রহ করেছি।"

রমজান আলী বলে,"আসলে মাত্র কয়েক ঘন্টার কর্মশালায় আমরা সংবাদ সংগ্রহ করতে পারছি এটা সত্যিই আনন্দের ব্যাপার। 

"আমরা নগরীর বিসিক শিল্প নগরীতে গিয়ে রেশম শিল্পের বর্তমান অবস্থার তথ্য সংগ্রহ করেছি।"

শিশু সাংবাদিকদের দ্বিতীয় দিনের কর্মশালা পর্যবেক্ষণ করে সংবাদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন হ্যালো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নাহার মাওলা, রাজশাহী প্রতিনিধি বদরুল হাসান লিটন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতনিধি এস এম নাদিম মাহমুদ।

শুক্রবার বিকেল ৪টায় নগরীরর চেম্বার অব কমার্স ভবনে শিশু সাংবাদিক উৎসবের আয়োজন করে বাছাই পরীক্ষায় অংশ নেয়া ১১৭ জন শিক্ষার্থীকে স্মারক দেয়া হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com