নোয়াখালীতে শিশু সাংবাদিক কর্মশালা শুরু

নোয়াখালীতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে ও গ্রামীণফোনের সহায়তায় শিশু সাংবাদিক কর্মশালা শুরু হয়েছে।

বুধবার সকাল ১০টায় নোয়াখালী প্রেসক্লাবে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস।

এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় ও নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিডিনিউজ করেসপনডেন্ট সালাউদ্দিন ওয়াহেদ প্রীতম।

এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিশু বিষয়ক কর্মকর্তা মোসলেহ উদ্দিন, দৈনিক আমার সংবাদের সম্পাদক জামাল হোসেন বিষা, শিশু সাংবাদিক সানজিদা তাসনিম বিথীসহ আরো অনেকে। প্রশিক্ষণে ২১ জন শিশু সাংবাদিক অংশ নেয়।

এ সময় প্রধান অতিথি মুনির ফেরদৌস এ আয়োজন ও হ্যালোর প্রশংসা করেন।

তিনি শিশুদের সাথে সংবাদের কিছু দিক নিয়েও আলোচনা করেন।

পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ শিশুদেরকে লেখাপড়ার পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তোলার পরামর্শ দেন। তিনি শিশু সাংবাদিকদের শুভ কামনা করেন।

এই উৎসবের সমাপনী অনুষ্ঠান ও শিশু উৎসব ২৯ অগস্ট বিকেল ৪টায় নোয়াখালী পৌরহলে অনুষ্ঠিত হবে

উৎসবে লিখিত পরীক্ষায় অংশ নেয়া ২৫০ জন শিশুসাংবাদিককে স্মারক দেয়া হবে

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com