বান্দরবানে শিশু সাংবাদিকদের কর্মশালা

বান্দরবানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে ও গ্রামীণফোনের সহযোগীতায় শিশু সাংবাদিকদের দুই দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

বুধবার সকাল ১০টায় বান্দরবান প্রেসক্লাব সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন প্রধান অতিথি ও প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মো. ওসমান গণি।

শিশুদের প্রথম দিনে সাংবাদিকতার বিষয়ে প্রাথমিক ধারণা দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র সাংবাদিক মুস্তাফিজ মামুন ও সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা।

প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয় বিভিন্ন স্কুল ও কলেজের ৩১জন শিশু সাংবাদিক।

কর্মশালাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি চবাথুই মারমার  সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের  সিনিয়র আলোকচিত্রি মুস্তাফিজ মামুন, বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হকসহ আরো অনেকে।

প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার দুপুরে শিশু সাংবাদিকদের স্মারক কার্ড দেয়া হবে।

শুক্রবার সন্ধ্যায় বান্দরবান ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মশালা শেষ হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com