নির্ভাবনায় পলক

গান গেয়ে মাতালেন তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। (ভিডিওসহ)

কক্সবাজারে সোমবার শিশুসাংবাদিকতার প্রথম বাংলা সাইট হ্যালোর উৎসবে বক্তব্য শেষে এই তরুণ প্রতিমন্ত্রী গান গেয়ে ওঠেন।

কক্সবাজারে ‘শিশুসাংবাদিক উৎসব’-এ প্রতিমন্ত্রীর হাত থেকে স্মারক নিতে শিশু সাংবাদিকরা যখন একে একে মঞ্চে উঠছে, তখন তাদের নিয়ে গান গেয়ে ওঠেন পলক- ‘মা গো ভাবনা কেন...তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’।

ওর সাথে গলা মেলায় শিশুদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত বড়রাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে শিশুসাংবাদিকতার প্রথম বাংলা সাইট হ্যালোর জন্য ২৩টি জেলা একযোগে চলছে শিশুসাংবাদিক বাছাই,প্রশিক্ষণ ও শিশুসাংবাদিক উৎসব।এই কর্মসূচির  অংশীদার গ্রামীণফোন।

গত ২২ অগস্ট নির্ধারিত জেলাগুলোয় একযোগে লিখিত পরীক্ষায় অংশ নেয় কয়েক হাজার শিশু। এরপর সে সব জেলায় চলছে শিশুসাংবাদিক প্রশিক্ষণ ও উৎসব।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com