হ্যালোর সাংবাদিকদের প্রতিবেদন তৈরি

শিশু কিশোরদের পরিচালনায় বিশ্বের প্রথম বাংলা সংবাদভিত্তিক ওয়েবসাইট ‘হ্যালো’র ফেনী জেলার শিশুদের নিয়ে আয়োজিত কর্মশালার শেষ দিন শিক্ষার্থীরা মাঠে গিয়ে হাতে কলমে প্রশিক্ষণ নিয়েছে।

সোমবার কর্মশালায় ২৫জন শিশু সাংবাদিক পাঁচটি দলে ভাগ হয়ে সংবাদ সংগ্রহ করে।

তারা শিশু অধিকার, শিশু শ্রম, শিশু শিক্ষা, পথ শিশু, প্রতিবন্ধি শিশুদের প্রতিবন্ধকতাসহ প্রাথমিক সমাপনী পরীক্ষায় ত্রুটি বিষয়ের উপর রির্পোট তৈরির তথ্য উপাত্ত সংগ্রহ করে।

তাদের এই প্রশিক্ষণের তত্ত্বাবধান করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিউজ করেসপনডেন্ট সালাহউদ্দিন ওয়াহিদ প্রিতম ও স্থানীয় রির্পোটার নাজমুল হক শামীম।

২৬ অগাস্ট ফেনী শিল্পকলা একাডেমি মিলনায়তনে লিখিত পরীক্ষায় অংশ নেয়া শিশু সাংবাদিক ও শুভার্থীদের নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আয়োজনে মোবাইল ফোন কোম্পানি গ্রামীণফোনের সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com