চলছে টিয়া পাখির ব্যবসা

ঠাকুরগাঁর বালিয়াডাঙ্গী উপজেলার বাজারগুলোতে চলছে টিয়া পাখিসহ অন্যান পাখির ব্যবসা।

প্রতি শুক্রবার ও সোমবার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাটে প্রচুর টিয়া পাখি বেচাকেনা হয়ে থাকে।

পাখি বিক্রেতা আজমত আলী  বলেন,"বহু কষ্টে টিয়া পাখি ধরে বাজারে বিক্রি করি।"

প্রতিটি টিয়া পাখি ১৫০-৮৫০ টাকায় বিক্রি হয়। তবে কোন কোন ক্ষেত্রে মানুষের মত কথা বলা পাখি আরো বেশী দামে বিক্রি হয়ে থাকে।

পাখি ব্যবসায়ী রমজান আলী বলেন," দেশের বিভিন্ন এলাকা থেকে পাখি প্রেমিকরা এই হাটে পাখি কিনতেআসে।"

পাখি ধরা নিষেধ তারপরও পাখি ধরেন কেন জানতে চাইলে একজন বিক্রেতা বলেন,"পাখি ধরা ও বিক্রয় করা সরকারি আইনে নিষিদ্ধ হলেও পেটের তাগিদে পাখি বিক্রি করতে বাধ্য হচ্ছি।"

উপজেলার চাড়োল ইউনিয়নের লাহিড়ী হাট, স্কুলের হাট, কালমেঘ, খোচাবাড়ী, হরিণমারী, মড়ল, কুশলডাঙ্গী, বাদামবাড়ী, হলদিবাড়ী, পাড়িয়া, দোগাছিসহ বিভিন্ন হাটে অনেকদিন ধরে টিয়া পাখি কেনা বেচা হয়ে আসছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com