মাদারীপুরে শিশু সাংবাদিক কর্মশালা

শিশুকিশোরদের পরিচালনায় বিশ্বের প্রথম বাংলা সংবাদভিত্তিক ওয়েবসাইট ‘হ্যালো’ এর জন্য বাছাই করা শিশু সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

রোববার মাদারীপুর জেলা পরিষদের হলরুমে দুই দিনব্যাপি শিশু সাংবাদিকদের এই কর্মশালার উদ্বোধন করেন মাদারীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মাওলা আকন্দ।

এই প্রশিক্ষণ কর্মশালায় প্রথম দিনে শিশু সাংবাদিকতার প্রশিক্ষণ দিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফিচার সম্পাদক হাসান বিপুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্থানীয় রিপোর্টার রিপনচন্দ্র মল্লিক ও চ্যানেল টুয়েন্টিফোরের সাংবাদিক সাগর হোসেন তামিম।

বিকেলের অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুর জেলা

পরিষদের প্রশাসক মো মিয়াজউদ্দিন খান। চ্যানেল টুয়েন্টিফোরের সাংবাদিক সাগর হোসেন তামিমের উপস্থাপনায় এসময় আরো বক্তব্য দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফিচার সম্পাদক হাসান বিপুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রিপোর্টার রিপনচন্দ্র মল্লিক।

মাদারীপুরে শিশু সাংবাদিক বাছাই পরীক্ষায় বিভিন্ন স্কুল ও কলেজের ১১২জন শিশু অংশ নেয়।

২৬ অগাস্ট বিকেল সাড়ে ৪টায় মাদারীপুর এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু উৎসব করা হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com