ঈদে ব্যস্ত বাজার

কুড়িগ্রামে জমে উঠেছে ঈদ বাজার। জেলা শহরের বড় বড় দোকান থেকে শুরু করে ফুটপাতেও শুরু হয়েছে কেনাকাটার উৎসব।

শুক্রবার শহরের কালীবাড়ি, জেলা পরিষদ, নছর উদ্দিন সুপার মার্কেট, কুড়িগ্রাম সুপার মার্কেটের দোকানগুলোতে ঘুরে দেখা যায় মানুষের উপচে পড়া ভিড়।  

রমজানের শুরুতে তেমন কেনাকাটা বা ভিড় না থাকলেও ঈদের আগে এ সময়টায় ভিড় বেড়েছে এ সব দোকানগুলোতে।

বাজার ঘুরে দেখা যায় কিশোর ও তরুণদের চাহিদা জিন্স প্যান্ট, পাঞ্জাবী, টিশার্ট, সর্ট শার্ট আর কিশোরীদের বরাবরের মতো থ্রি পিসের দিকেই।

তবে এসব জামা কাপড়ের দাম আগের চেয়ে অনেক বেশি বলে অভিযোগ করছেন অনেকে।

এক জন ক্রেতা হ্যালোকে জানান, গত বছর যে ধরণের পাঞ্জাবী সাতশ টাকায় পাওয়া গেছে তার দাম এবার নেয়া হচ্ছে ১ হাজার টাকা।

বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, ল্যাহেঙ্গা, জিপসি, বিদেশি থ্রীপিছ ও পাখি ড্রেসের প্রতি মেয়েদের ঝোঁক বেশি।

ভাল মানের শাড়ি ছয় হাজার থেকে ৩৫ হাজার, ল্যাহেঙ্গা ২হাজার থেকে ১২ হাজার, লাসা ১৫ শ থেকে ৬ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।

তাছাড়া বিদেশি থ্রি পিস দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা, পাঞ্জাবী ছয়শ টাকা থেকে হাজার টাকায় পাওয়া যাচ্ছে।

কম আয়ের মানষদেরও কেনাকাটা জমে উঠেছে ফুটপাতের দোকানগুলোতে। ফুটপাতের দোকানে জিনিসের দাম একটু কম হওয়ায় তারা এখান থেকেই করছেন নিজেদের ঈদের বাজার।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com