মরণ ফাঁদ

চিলমারীর পাত্রখাতা এলাকার একমাত্র ব্রিজটি এখন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে।

চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা এলাকা থেকে উপজেলা সদরে যাওয়ার তিস্তা নদীর ওপর একমাত্র ব্রিজটি ক্ষয়ে গেছে।

এ ভাঙা ব্রিজের ওপর দিয়ে চলাচলে এলাকার মানুষ প্রায় প্রতিদিনই র্দূঘটনায় পড়ছে।

প্রায় এক যুগ আগের তৈরি এ ব্রিজটির দুপাশের সংযোগ সড়কের মাটি অনেক আগেই ক্ষয়ে গেছে।

ব্রিজের দুপাশের রেলিংও ভেঙে গেছে। তাই যানবাহন চলা বন্ধ রয়েছে। এ ভাঙা ব্রিজটি পারাপার এখন খুবই ঝুঁকিপূর্ণ।

স্থানীয়রা জানান, ব্রিজ মেরামতে কর্তৃপক্ষের কোন নজর নেই। তাই তারা বাধ্য হয়ে বস্তায় মাটি ভরে, বাশেঁর চাটাই ও কাঠ দিয়ে রাস্তার সাথে সংযোগ ঠিক রেখেছে।

এলাকার একজন বলেন,"কি আর বলব বাহে, দোকানের মালামাল আনতে হিমশিম খ্যাতে হচ্চে।

"গাড়ী না থাকায় বাধ্য হয়ে সাইকেলে মালামাল আনতে হয়।

"ব্রিজের কাছে আলে ভয় নাগে। যদি পা পিছলে নিচত পড়ি যাই?" 

তিনি আরও জানান, ব্রিজের নিচে পড়ে গিয়ে অনেকে এখন অচল হয়ে পড়ে আছে।  

পাত্রখাতা কলেজের ছাত্র-ছাত্রীরা জানায়, এই ব্রিজটির এক পাশে কেউ উঠলে অন্য পাশের লোকজনকে দাঁড়িয়ে থাকতে হয়। এতে কলেজে যেতে দেরি হয়।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান নুরে এলাহী তুহীন দুর্ভোগের কথা স্বীকার করে বলেন,"ব্রিজটির জন্য সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করেছি কিন্তু তারা এ বিষয়টিতে নজর দিচ্ছেনা।"

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com